ইউক্রেন-ইসরাইলে মার্কিন সহায়তার বিলে স্বাক্ষর বাইডেনের
- আলজাজিরা
- ২৬ এপ্রিল ২০২৪, ০০:০৫
ইউক্রেন, ইসরাইল এবং তাইওয়ানকে সামরিক সহায়তার লক্ষ্যে পাস হওয়া ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশী সহায়তা প্যাকেজ বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার তিনি এই বিলে স্বাক্ষর এবং এর মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়। এর আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ইউক্রেন, ইসরাইল এবং তাইওয়ানকে সামরিক সহায়তার লক্ষ্যে তোলা ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশী সহায়তা প্যাকেজ বিল পাস হয়। বিরোধীদের আপত্তি সত্ত্বেও গত মঙ্গলবার সন্ধ্যায় বিলটি সিনেটে পাস হয়।
এ দিকে বুধবার আইনটি পাস হওয়াকে ‘বিশ্ব শান্তির জন্য শুভ দিন’ হিসাবে স্বাগত জানিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে আরো নিরাপদ করে তুলবে। এই প্যাকেজের মধ্যে কেবল ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার জন্য ৬১ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে।