০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


তাইওয়ানে ২০০ বার ভূমিকম্প

-

তাইওয়ানের ভূমিকম্প ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনে সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দুই শতাধিক ভূমিকম্প হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি আর সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। জনবিরল হুয়ালিয়েনের বেশির ভাগই গ্রামীণ এলাকা। ৩ এপ্রিল এখানে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছিল। তার পর থেকে অঞ্চলটিতে ১০০০ এরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, এবারের ভূমিকম্পের ঝাপটাটা শুরু হয় মঙ্গলবার বিকেল থেকে, এগুলো সব ৩ এপ্রিলের বড় ভূমিকম্পটির পরাঘাত। সবগুলো ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠের অল্প গভীরে। এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে তীব্রতমটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার। এতে তাইওয়ানের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশির ভাগ এলাকার ভবনগুলো কেঁপে ওঠে।
রাজধানী তাইপেইয়ের বাসিন্দা চিকিৎসা বিজ্ঞানী এডেন পেং (৪৪) রয়টার্সকে বলেন, ‘বিশেষ করে রাত ২টার দিকে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। একপর্যায়ে আমি নিচে চলে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু সাততলায় থাকার কারণে নিচে যাওয়াও সমস্যা মনে হচ্ছিল। পরে তেমন কিছু হবে না আশা করে শুয়েই থাকলাম।’


আরো সংবাদ



premium cement