১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
এইআই দিয়ে বলিউড অভিনেতাদের তৈরি ভুয়া ভিডিও নির্বাচনে ব্যবহার করা হচ্ছে

ভারতের নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ

-

অনলাইনে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভুয়া ভিডিওর মধ্যে দু’টিতে জনপ্রিয় দুই বলিউড অভিনেতাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতে এবং দেশটির চলমান সাধারণ নির্বাচনে বিরোধী দল কংগ্রেসের পক্ষে ভোট দিতে লোকজনকে আহ্বান জানাতে দেখা গেছে। এর মধ্যে ৩০ সেকেন্ডের এক ভিডিওতে আমির খানকে ও ৪১ সেকেন্ডের আরেকটি ভিডিওতে রাণবীর সিংকে দেখা গেছে। নকল এসব ভিডিওতে এই দুই বলিউড তারকাকে দিয়ে বলানো হয়েছে, মোদী তার প্রধানমন্ত্রিত্বের দুই মেয়াদে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং সঙ্কটপূর্ণ অর্থনৈতিক ইস্যুগুলো সমাধানে ব্যর্থ হয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা উভয় ভিডিও কংগ্রেসের নির্বাচনী প্রতীক ও ‘ন্যায়ের পক্ষে ভোট দিন, কংগ্রেসকে ভোট দিন’ সেøাগান দিয়ে শেষ হয়েছে। সামাজিক মাধ্যমে এ দু’টি ভিডিও গত সপ্তাহ থেকে পাঁচ লাখ বারের বেশি দেখা হয়েছে। গত শুক্রবার থেকে ভারতে লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণ শুরু হয়েছে। মোট সাত দফায় আগামী ১ জুন পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে এআই দিয়ে তৈরি নকল ভিডিওগুলোর সম্ভাব্য ভূমিকার সম্ভাবনা দেখা দিয়েছে, এগুলোর ব্যাপকভাবে ছড়িয়ে পড়া থেকে এ ধারণা জোরালো হয়েছে।
এইআই ও এইআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও বা ডিপফেইকগুলো এখন যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্বাচনগুলোতে ক্রমবর্ধমানভাবে ব্যবহার করা হচ্ছে। দীর্ঘ দিন ধরে ভারতের নির্বাচনগুলোতে মানুষের দরজায় দরজায় গিয়ে ও জনসভার মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয়েছে। কিন্তু ২০১৯ সাল থেকে প্রচারণার মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের ব্যাপক ব্যবহার শুরু হয়। আর চলতি বছরের নির্বাচনে প্রথমবারের মতো এআইয়ের ব্যবহার শুরু হয়েছে।
কংগ্রেসের মুখপাত্র সুজতা পাল ১৭ এপ্রিল রাণবীর সিংয়ের ভিডিওটি তার এক্স প্ল্যাটফর্মের ১৬ হাজার অনুসারীর সাথে শেয়ার করেছেন। গত শনিবার বিকেল পর্যন্ত তার পোস্ট ২৯০০ বার শেয়ার হয়েছে, তাতে ৮৭০০ লাইক পড়েছে ও ভিডিওটি ৪ লাখ ৩৮ হাজার বার দেখা হয়েছে। সামাজিক মাধ্যম এক্স এই ভিডিওটি ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ হিসেবে চিহ্নিত করেছে। এ বিষয়ে তিনি সজাগ আছেন বলে সুজতা রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন। কিন্তু তিনি ভিডিওটি ডিলিট করতে চান না।
এর কারণ হিসেবে তিনি জানান, যখন পোস্ট করেছেন তখন তার মনে হয়েছে ভিডিওর ব্যক্তিটি দেখতে হুবহু রাণবীর সিংয়ের মতো হলেও ‘নিশ্চিতভাবে এতে সৃজনশীলতা আছে’। এ বিষয়ে কংগ্রেসের সামাজিক মাধ্যম সেলের প্রধানের মন্তব্য চেয়ে অনুরোধ জানায় রয়টার্স, এর কয়েক ঘণ্টা পর রোববার এক্স এ ওই পোস্টটি আর দেখা যায়নি। আমির খান ও রাণবীর সিং, উভয়ের জানিয়েছেন, এই ভিডিওগুলো ভুয়া। ফেসবুক, এক্স ও অন্তত আটটি সত্যাসত্য যাচাইকারী (ফ্যাক্ট-চেকিং) ওয়েবসাইট জানিয়েছে, এসব ভিডিওতে কারসাজি করা হয়েছে। রয়টার্সের ডিজিটাল ভ্যারিফিকেশন ইউনিটও বিষয়টি নিশ্চিত হয়েছে।
কারা এসব ভিডিও তৈরি করেছে রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি। আমির খান ও রাণবীর সিং, উভয়েই এসব ভিডিওতে ‘ভুয়া’ আখ্যায়িত করে এগুলো নিয়ে ‘সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছেন। তারা উভয়েই তাদের নিয়ে তৈরি করা ভুয়া ভিডিওগুলোর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন। মোদির দফতর ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইটি প্রধান এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল