পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় চার দিনের বৃষ্টিতে ৫৯ মৃত্যু
- দ্য ডন
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে টানা চার দিন ধরে চলা ভারী বৃষ্টির মধ্যে ছাদ ধসে, সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, শনিবার এক দিনেই অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা ও উদ্ধারকারীরা পাকিস্তানি গণমাধ্যম ডনকে জানিয়েছেন, টানা চতুর্থ দিনের মতো বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়ি ধসে পড়েছে।
অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বাড়ির ছাদ ধসে, সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে। মৃতদের অধিকাংশই নারী ও শিশু। টানা বৃষ্টির কারণে কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইতে থাকায় বহু সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকর্মী ও কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ডন জানিয়েছে, শনিবার খাইবার পাখতুনখাওয়ার বাজাউরে চারজন; মালাকান্দ, খাইবার, সোয়াত, লাক্কি মারওয়াত, আপার দির ও মোহমান্দে দুইজন করে এবং লোয়ার দির ও বান্নুতে একজন করে নিহত হয়েছে। এদের অধিকাংশই ছাদ ধসে নিহত হয়েছে। অন্যরা মারা গেছে পানিতে ডুবে।