আটলান্টিকে পাওয়া ৯ লাশের পরিচয় প্রকাশ
- এপি
- ১৭ এপ্রিল ২০২৪, ০০:৫৬
আটলান্টিক মহাসাগরে ভেসে যাওয়া একটি নৌকায় পাওয়া লাশগুলোর প্রাথমিকভাবে পরিচয় প্রকাশ করেছে ব্রাজিল। মঙ্গলবার ব্রাজিলের তদন্তকারী পুলিশ জানিয়েছেন মৃত ওই ৯ জন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী। তারা মালি ও মৌরিতানিয়া থেকে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার ব্রাজিলের উত্তরাঞ্চলীয় উপকূলীয় প্যারা রাজ্যের জেলেরা লাশ ভর্তি নৌকাটিকে ভেসে যেতে দেখছিলেন।
সোমবার এক বিবৃতিতে ব্রাজিলের ফেডারেল পুলিশ মোট ৯ জনের লাশ উদ্ধার করার কথা জানিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, লাশের কাছে পাওয়া নথিপত্র এবং বস্তুগুলো থেকে জানা গেছে তারা আফ্রিকা মহাদেশ, মৌরিতানিয়া এবং মালি অঞ্চল থেকে আসা অভিবাসী। নিহতদের মধ্যে অন্যান্য দেশের নাগরিক থাকতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা