আইনি ঝামেলা সত্ত্বেও প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্প!
- রয়টার্স
- ১৭ এপ্রিল ২০২৪, ০০:৫৬
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দল থেকে এ বছরের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউ ইয়র্কের আদালতে ফৌজদারি মামলায় বিচারের জন্য হাজিরা দিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সাথে সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন।
তা ছাড়া এই অর্থ দেয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। ট্রাম্পই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় ট্রাম্পের বিচার চলবে। কিন্তু এ বছর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিচারে জুরি যদি ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে এবং বিচারক সাজা দেয় তাহলে কী হবে?