১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত্যু ১৯ জনের

-

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একাধিক ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রোববার ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, সুলাওয়েসির তানা তোরাজা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সময় ভূমিধসের ঘটনা ঘটে। এতে দু’টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। চারটি বাড়ি ধ্বংস হয়ে অন্তত ১৪ জন নিহত হয়। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
তবে কতজন নিখোঁজ রয়েছে তার বিস্তারিত জানাননি তিনি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত দুইজন নিখোঁজ রয়েছে। দুর্যোগ প্রশমণ সংস্থা ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর ছবি সরবরাহ করেছে, সেসব ছবিতে উদ্ধারকারীদের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজে সন্ধানরত অবস্থায় দেখা গেছে। মুহারি জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে জরুরি সাড়ার উদ্যোগে জটিলতা সৃষ্টি হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকার সড়কগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অ্যাম্বুলেন্সসহ অন্য গাড়িগুলোও সেখানে যেতে পারছে না, এতে আহতদের সরিয়ে আনার কাজ কঠিন হচ্ছে।
তানা তোরাজা অঞ্চল সুলাওয়েসি দ্বীপের মাঝামাঝি একটি পার্বত্য এলাকা। এলাকাটি প্রদেশটির রাজধানী মাকাসার থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। গত মাসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছিল। প্রবল বৃষ্টিতে কয়েক শ’ বাড়ি ধ্বংস হয়ে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

 


আরো সংবাদ



premium cement
ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট রঙ তুলির আচড়ে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ নরসিংদীর বেলাব অতিক্রম করছে আগরতলামুখী লংমার্চ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি আর ফেরা হলো না শহীদ রাকিবের গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন কুয়াকাটায় ইয়াবাসহ মাদককারারি গ্রেফতার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশের অভিযান

সকল