ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ চান জার্মানির সরকারি কর্মকর্তারা
- রয়টার্স
- ০৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
অবিলম্বে ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করতে জার্মানির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কয়েক শ সরকারি কর্মকর্তা। এ জন্য তারা দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎজ ও অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীদের উদ্দেশ্যে বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী গাজায় যে অপরাধ করছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটা জার্মানির সংবিধানেরও লঙ্ঘন।
সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসেবে আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ। পাঁচ পাতার ওই বিবৃতিতে জার্মানির ফেডারেল সরকারের প্রায় ৬০০ কর্মকর্তা সমর্থন জানিয়েছেন। এতে তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি শুরু করতে ইসরাইল সরকারকে চাপ দিতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে তারা জাতিসঙ্ঘের সহায়তা কার্যক্রমে অর্থায়ন চালু রাখারও আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে ইসরাইলের কাছে ৩৫ কোটি ৪০ লাখ ডলারের অস্ত্র রফতানির অনুমোদন দিয়েছে জার্মানি।
আগের বছরের তুলনায় অস্ত্র রফতানি তিন গুণ বাড়ানো হয়েছে। এর মধ্যে ৩০ শতাংশই সরাসরি ইসরাইলের সেনাবাহিনীর ব্যবহারের জন্য বলে জানিয়েছে স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। বিশ্লেষকেরা বলছেন, ইসরাইল দেশের বাইরে থেকে যে পরিমাণ অস্ত্র পায় তার ৯৯ শতাংশই যায় যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে। এ প্রেক্ষাপটে ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধের আহ্বান জানিয়েছেন জার্মান সরকারের কয়েক শ’ কর্মকর্তা।