রাশিয়ার গোলার আঘাতে জাপোরিজ্জিয়ায় নিহত ৩
- রয়টার্স
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
ইউক্রেনের দক্ষিণ-পূর্বের জাপোরিজ্জিয়া অঞ্চলে যুদ্ধক্ষেত্রের মধ্যের একটি গ্রামে রাশিয়ার গোলার আঘাতে তিন বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে গুলিয়াইপোল গ্রামে ওই হামলা হয় বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইভান ফেডোরোভ। টেলিগ্রামে এক পোস্টে তিনি লেখেন, “দুই পুরুষ ও একজন নারী নিজেদের বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। রাশিয়ার একটি গোলা ওই বাড়িতে আঘাত হেনেছিল।” এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানান তিনি।
রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। দুই বছর আগে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের প্রায় পুরোটা সময় ধরেই রাশিয়া জাপোরিজিয়া অঞ্চলে নিয়মিত ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন এবং কামানের গোলা বর্ষণ করে যাচ্ছে। ইউক্রেনের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র এই জাপোরিজ্জিয়া অঞ্চলে অবস্থিত। যুদ্ধের শুরুতেই যেটির দখল নেয় রুশ বাহিনী। বিদ্যুৎকেন্দ্রটিতে বর্তমানে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা