ইসরাইলি সব শাখা ফেরত নিতে যাচ্ছে ম্যাকডোনাল্ডস
- বিবিসি
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
অ্যালোনিয়াল নামের একটি ইসরাইলি কোম্পানির কাছে এর সব শাখা আবার ফেরত নিবে (বাই ব্যাক) মার্কিন ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস। কোম্পানিটি বলছে, পাঁচ হাজার লোকের কর্মসংস্থানের জন্য দেশজুড়ে ২২৫টি শাখা ফেরত নেয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি অ্যালোনিয়ালের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে ম্যাকডোনাল্ডস। হামাসের সাথে যুদ্ধের প্রতিক্রিয়ায় ম্যাকডোনাল্ডসের পণ্য বয়কটের হিড়িক পড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি কিনে নেওয়া ‘অ্যালোনিয়াল’ ৭ অক্টোবর ফিলিস্তিনি হামাসের হামলার পরপরই ঘোষণা দেয়, তারা ইসরাইলি সামরিক বাহিনীকে বিনামূল্যে খাবার সরবহার করছে। এর পরেই মার্কিন ফাস্ট-ফুড চেইন ম্যাকডোনাল্ডস ব্যাপক সমালোচিত হয় এবং কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো বয়কটের বিবৃতি জারি করে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। অক্টোবরে ফিলিস্তিনে ইসরাইল হামলা শুরুর পর থেকেই এ অঞ্চলে ম্যাকডোনাল্ডসের বিক্রি কমে গেছে। ম্যাকডোনাল্ডস বিশ্বব্যাপী চেইন শপ কিন্তু এর ফ্র্যাঞ্চাইজিগুলো প্রায়ই স্থানীয়ভাবে মালিকানাধীন এবং স্বায়ত্তশাসিতভাবে কাজ করে থাকে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ম্যাকডোনাল্ডস বলেছে, অ্যালোনিয়ালের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যারা ৩০ বছরেরও বেশি সময় ধরে ইসরাইলে গোল্ডেন আর্চেসের চেইন চালাচ্ছে। আসন্ন মাসগুলোতে লেনদেন শেষ হওয়ার পর ম্যাকডোনাল্ডস অ্যালোনিয়ালের রেস্তোরাঁ এবং পরিচালনার মালিক হবে। এ ছাড়া তাদের কর্মচারীদের একই শর্তসাপেক্ষে রাখা হবে। গ্রাহকদের প্রতি ইসরাইলের বাজারেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তারা। তবে বিক্রয় শর্তাবলি প্রকাশ করা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা