ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধের আহ্বান সাদিক খানের
- দ্য গার্ডিয়ান ও দ্য নিউ আরব
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
লন্ডনের মেয়র, সাদিক খান, অবিলম্বে ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ৪ এপ্রিল, বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরাইলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি এখনই বন্ধ করতে হবে। মূলত চলতি সপ্তাহে গাজায় তিন ব্রিটিশ ত্রাণকর্মী ইসরাইলি বিমান হামলায় নিহত হওয়ার পর এই মন্তব্য করেছেন তিনি।
পলিটিক্স জো ওয়েবসাইটের সাথে কথা বলার সময় সাদিক খান বলেছেন, হামাস ৭ অক্টোবর হামলার সময় হামাস যাদের আটক করেছিল তাদের ছেড়ে দেয়া উচিত। পাশাপাশি ফিলিস্তিনি বেসামরিকদের টার্গেট করে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে।
লন্ডনের প্রথম মুসলিম মেয়র জানিয়েছেন, ইসরাইলি বাহিনী যেভাবে টার্গেট করে বেসামরিকদের বিশেষ করে শিশুদের হত্যা করছে তাতে তিনি হতাশ। এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ৭ জন বিদেশী ত্রাণকর্মীকেও তারা হত্যা করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা