ভয়াবহ ডেঙ্গুর কবলে আর্জেন্টিনা, মশার ওষুধের সঙ্কট
- বিবিসি
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
ইতিহাসে সবচেয়ে বাজে ডেঙ্গু মৌসুম মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। কিন্তু মশা তাড়ানোর ওষুধের তীব্র সঙ্কট দেখা দিয়েছে দেশটিতে। দেশটিতে মশা প্রতিরোধক কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক সুপার মার্কেট ও ফার্মেসিতে ‘নো রিপেলেন্ট’ নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে। অনলাইনসহ কিছু কিছু জায়গায় এখনো প্রতিরোধক পাওয়া গেলেও এগুলোর দাম আকাশচুম্বী।
সরকার এটিকে সাময়িক সমস্যা হিসেবে উল্লেখ করে বলেছে, আগামী কয়েক দিনেই এর সমাধান হয়ে যাবে। তবে সরকারের দেয়া আশ্বাসে ভরসা পাচ্ছে না বেশির ভাগ নাগরিক। বিশেষ করে বুয়েনস এইরেসের আয়ার্সের বাসিন্দারা আতঙ্কে রয়েছে; কারণ, এরই মধ্যে লাখ লাখ আর্জেন্টাইন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
গত মার্চ মাস থেকেই দেশটিতে মশা প্রতিরোধকের সঙ্কট দেখা দিতে শুরু করে। মশা প্রতিরোধক প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান জানায়, ডেঙ্গুর প্রাদুর্ভাবের পূর্বাভাসে ত্রুটির কারণে এ সঙ্কট দেখা দিয়েছে এবং পণ্য উৎপাদনে কয়েক মাস সময় লেগেছে। আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী মারিও রুশো রেডিও কনটিনেন্টালকে বলেন, এটি সরবরাহ এবং চাহিদার মধ্যে সমস্যা।
ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস; যা গুরুতর অসুস্থতার কারণ হতে পারে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুও হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা