তাইওয়ানে ভূমিকম্পে আহত হাজার ছাড়িয়েছে, নিখোঁজ ৫২
- রয়টার্স
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
তাইওয়ানে ৭ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯ জনে সীমিত থাকলেও আহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। এখনো ৫২ জন নিখোঁজ রয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে তাইওয়ানের পূর্ব উপকূলে ঘটা এ ভূমিকম্প ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এই ভূমিকম্প প্রতিবেশী চীন, ফিলিপাইন এবং জাপানেও অনুভূত হয়েছে। লোকজন কাজে আর শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সময় ভূমিকম্পটি হয়।
তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূলত পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনেই সীমাবদ্ধ ছিল। কাউন্টিটির অধিকাংশ অঞ্চল জনবিরল গ্রামীণ এলাকা। রাজধানী তাইপের ভবনগুলোও ভূমিকম্পে ভীষণভাবে কেঁপে উঠেছিল, কিন্তু এখানে ক্ষয়ক্ষতি ও বিশৃঙ্খলা অপেক্ষাকৃত কম হয়েছে। তাইওয়ানের দমকল পরিষেবা জানিয়েছে, ভূমিকম্পে আহতের সংখ্যা ১০৫০ জনে দাঁড়িয়েছে আর এখনো পর্যন্ত ৫২ জন নিখোঁজ আছে। তারোকো জাতীয় উদ্যানের একটি রিসোর্টের পথে থাকা প্রায় ৫০ জন হোটেল কর্মী প্রাথমিকভাবে নিখোঁজ থাকলেও তাদের মধ্যে অন্তত ২৪ জনের সন্ধান পাওয়া গেছে। তারা প্রায় নিরাপদে আছেন।
হোটেল কর্মীদের দলটি গিরিসঙ্কটে ভরা তারাকো জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ক্রস-আইল্যান্ড মহাসড়কে আটকা পড়েছিলেন বলে দমকল পরিষেবা জানিয়েছে। উদ্যানটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। আর এর ভেতর দিয়ে যাওয়া মহাসড়কটি হুয়ালিয়েনকে তাইওয়ানের পশ্চিম উপকূলের সাথে যুক্ত করেছে। দমকল পরিষেবা কিছু হোটেল কর্মীর ড্রোন ফুটেজও দেখিয়েছে, তাদের সাথে অন্যান্য লোকও ছিল। তারা একটি রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন। তাদের পাশে পেছনের অংশ চূর্ণ হয়ে যাওয়া একটি মিনিবাসও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল।