সুন্দরী প্রতিযোগিতায় সৌদি মডেলের অংশ নেয়ার খবর ভুয়া
- আল-আরাবিয়া
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় সৌদি আরবের একজন মডেল অংশ নিচ্ছেন বলে খবর প্রকাশ হয়। সৌদি মডেল রুমি আলকাহতানি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের ঘোষণা দিলে দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে। কিন্তু খবরটি সত্যি নয় বলে জানিয়েছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, সৌদি আরবে কোনো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়নি এবং এই দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর।’ গত সোমবার মিস ইউনিভার্সের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানায়, ‘সৌদি আরব এখনো এই বছর অংশগ্রহণের বিষয়ে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া দেশগুলোর মধ্যে নেই। বর্তমানে আমরা একটি কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি যেন দেশটির একজন সম্ভাব্য প্রার্থীকে ভোটাধিকার প্রদানের জন্য যোগ্য এবং প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় পরিচালক নিয়োগ করা হয়।’ এতে আরো বলা হয়েছে, ‘এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবং আমাদের অনুমোদন কমিটির সম্মতি না পাওয়া পর্যন্ত সৌদি আরব আমাদের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পাবে না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা