১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তালেবানকে কালো তালিকা থেকে বাদ দেবে রাশিয়া

-

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সাথে ‘সক্রিয় সংলাপে’ সম্পৃক্ত রয়েছে রাশিয়া। সন্ত্রাসী সংগঠনগুলোর যে তালিকা মস্কোর রয়েছে সেখান থেকে তালেবানের নাম সরিয়ে ফেলার জন্য কাজ করছে বলে জানিয়েছে পুতিন প্রশাসন। ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ সংবাদদাতাদের বলেন, বাস্তবতা হচ্ছে আফগানিস্তান আমাদের প্রতিবেশী দেশ। একভাবে হোক বা অন্যভাবে, আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলি।
পেসকভ বলেন, ‘আমাদেরকে বিষয়গুলো নিয়ে চাপ দিতে হবে, তার জন্যও সংলাপের প্রয়োজন। বস্তুত আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি যেমন করি অন্যদের সাথেও। তারাই তো বস্তুত আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে।’ তিনি বিস্তারিত আর কিছু বলেননি। সম্প্রতি রাশিয়ার রাজধানীর অদূরে একটি কনসার্ট হলে প্রবেশ করে অন্তত ১৪৪ জনকে হত্যা করে। এটি ছিল দেশটিতে কয়েক দশকের মধ্যে সব চেয়ে প্রাণনাশী সন্ত্রাসী হামলা। আইএস সন্ত্রাসীরা এই হামলার দায় স্বীকার করেছে।
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দ্রুতই এই হামলার সাথে ইউক্রেনের সংশ্লিষ্টতার কথা দাবি করেন।


আরো সংবাদ



premium cement