তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট হিসেবে সিসির শপথ
- রয়টার্স
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
মিসরে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আবদুল ফাত্তাহ আল-সিসি। গতকাল মঙ্গলবার দেশটির নতুন রাজধানীতে এই শপথ অনুষ্ঠান হয়। গত বছরের ডিসেম্বরে সিসি নির্বাচনে জয় লাভ করেন। ওই সময় তিনি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পান। নির্বাচনে তাকে টেক্কা দেয়ার মতো কোনো শক্তিশালী প্রার্থীই ছিলেন না। ফলে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতা দখল করা সিসি আবারো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। সিসি এমন সময় আবারো মিসরের প্রেসিডেন্ট হলেন যখন তার পাশের দেশ ফিলিস্তিনের গাজায় যুদ্ধ চলছে।
২০১৪ সালে অবৈধভাবে প্রথমবার ক্ষমতা দখলের পর সেনাবাহিনীর নেতৃত্বে মিসরে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেন সিসি। এ ছাড়া তিনি দেশটির নতুন প্রশাসনিক রাজধানী তৈরির কাজ হাতে নেন। তার মতে, দেশের অর্থনীতির উন্নয়ন এবং বিপুল জনগণের থাকার জায়গা করতে এসব অবকাঠামো বেশ গুরুত্বপূর্ণ। রাজধানী কায়রোর পূর্ব দিকের মরুভূমিতে ৫৮ বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হচ্ছে নতুন প্রশাসনিক রাজধানী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা