১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় নিহত ৩৮

হিজবুল্লাহর ৫ সদস্য নিহত
-

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় ইসরাইলের হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার মধ্যরাতে চালানো এ হামলায় নিহতদের মধ্যে লেবাননের রাজনৈতিক ও প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচ সদস্য আছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আলেপ্পোতে ইসরাইলি হামলায় বহু বেসামরিক ও সামরিক সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় রাত প্রায় ১টা ৪৫ মিনিটের দিকে আলেপ্পোর গ্রাম এলাকায় ইসরাইল বিমান হামলা চালায়।
ইসরাইলের আকাশ হামলার সময়টিতেই সিরিয়ার ইদলিব প্রদেশ ও আলেপ্পোর গ্রামীণ পশ্চিমাঞ্চল থেকে আলেপ্পো শহর ও এর আশপাশে ড্রোন হামলা চালানো হয়। ‘সন্ত্রাসী সংগঠনগুলো’ এসব ড্রোন হামলা চালিয়েছে বলে সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে। এসব হামলায় কতজন নিহত হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি মন্ত্রণালয়টি। হতাহতের ঘটনাগুলো ইসরাইলি হামলায় না সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলায় হয়েছে তাও পরিষ্কার করেনি তারা।
হামলায় সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ হামলার বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিবেশী সিরিয়ায় হামলা বৃদ্ধি করেছে ইসরাইল। সিরিয়ায় ইরান সমর্থিত ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোর ঘাঁটিগুলোতে তারা হামলা চালাচ্ছে বলে দাবি করেছে দেশটি। তবে তারা সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ও কিছু বাহিনীর বিরুদ্ধেও হামলা চালিয়েছে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নেয় প্রতিবেশী ইরান। গৃহযুদ্ধে জয় পেতে আসাদ বাহিনীকে সহায়তা করে ইরান ও রাশিয়া। এরপর থেকে সিরিয়ায় ইরানের প্রভাব বাড়তে থাকে। হিজবুল্লাহসহ ইরানের মিত্র যোদ্ধারা সিরিয়ার পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে এবং রাজধানী দামেস্কের আশপাশে বিশাল সব এলাকা নিয়ন্ত্রণ করছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ও হিজবুল্লাহ ইসরাইল-লেবানন সীমান্তে পরস্পরের বিরুদ্ধে গোলাবর্ষণ করে চলছে। এসব পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে শতাধিক সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছে। ২০০৬ সালে দুইপক্ষ মাসব্যাপী এক যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তারপর থেকে এবারই দুই পক্ষের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে।


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশার আল আসাদের বাবার কবরে অগ্নিসংযোগ মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল