১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ফ্লয়েড হত্যায় শ্বেতাঙ্গ পুলিশ দোষী সাব্যস্ত

রায়ের দিনে ওহাইওতে এক কৃষ্ণাঙ্গ কিশোরীকে গুলি করে হত্যা পুলিশের; ৪০ বছর কারাদণ্ড হতে পারে পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের
-

গত বছর যুক্তরাষ্ট্রের মিনেপলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন দোষী সাব্যস্ত হয়েছেন। এক দিনেরও কম সময় নিয়ে ১২ সদস্যের জুরি প্যানেল গত মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে। এ কারণে শভিন ৪০ বছর কারাদণ্ডাদেশ পেতে পারেন। গত বছর মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেফতারের পর ফ্লয়েডের ঘাড়ে শভিনের (৪৫) হাঁটু গেড়ে বসে থাকার ৯ মিনিটের ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তুলে।
সেসময় ফ্লয়েড বারবারই ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে আকুতি জানালেও তা মন গলাতে পারেনি তাকে আটক করা পুলিশ কর্মকর্তার। ওই ঘটনায় ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশের অতিরিক্ত শক্তি ব্যবহারের বিরুদ্ধে শুরু হওয়া ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন যুক্তরাষ্ট্র হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। নিরস্ত্র এ কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে। অত্যন্ত চাঞ্চল্যকর এ মামলায় তিন সপ্তাহের বিচার শেষে গত মঙ্গলবার রায় আসে। সোমবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে জুরি প্যানেল রায়ের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে একটি হোটেলে বাইরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকেন।
সর্বসম্মত সিদ্ধান্তে আসার আগে জুরি সদ্যরা বের হতে পারবে না বলে আগেই বলে দেয়া হয়। রায় ঘোষণার সাথে সাথে আদালতের বাইরে কয়েকশ মানুষ বিজয়োল্লাসে মেতে উঠেন। তিনটি অভিযোগে শভিন দোষী সাব্যস্ত হন : দ্বিতীয় মাত্রার হত্যাকাণ্ড, তৃতীয় মাত্রার হত্যাকাণ্ড ও নরহত্যা। ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এই রায় ‘যুগান্তকারী’। এক টুইটে তিনি বলেন, ‘অনেক বেদনার বিনিময়ে অর্জিত বিচার অবশেষে অর্জিত হলো। আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহির প্রয়োজনীয়তার ক্ষেত্রে এটা স্পষ্ট বার্তা।”
রায় ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ফ্লয়েডের পরিবারকে ফোন করেন। বাইডেনকে বলতে শোনা যায়, অন্তত এখন কিছু ন্যায়বিচার হলো। “আমরা আরও অনেক কিছু করব। প্রকৃত পদ্ধতিগত বর্ণবাদ মোকাবেলায় প্রথম ঘটনা হতে যাচ্ছে এটি।”
গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত :
এ দিকে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস শহরে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা সংঘটিত হয়। পুলিশের দাবি, ওই কিশোরী ছুরিকাঘাতের চেষ্টা করছিল। তা প্রতিহত করতে গিয়ে গুলি চালাতে বাধ্য হয়েছে তারা। গত মঙ্গলবার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে রায়ের কিছুক্ষণ আগে নতুন করে পুলিশের গুলিতে নিহত হয় কৃষ্ণাঙ্গ কিশোরী।
পরে পুলিশ একটি বডিক্যাম ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, ওই কিশোরী দুইজনকে ছুরিকাঘাত করার চেষ্টা করছিল। তখন একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। তিনি ওই কিশোরীকে লক্ষ্য করে কয়েকবার গুলি করেন (ভিডিওতে চারটি গুলির শব্দ শোনা গেছে)। এরপর মেয়েটি পার্ক করা একটি গাড়ির পাশে মাটিতে পড়ে যায়। ভিডিওতে লাশের পাশে একটি ছুরি পড়ে থাকতে দেখা গেছে।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়ে পুলিশ স্থানীয় অধিবাসীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছে। কলম্বাসের মেয়র অ্যান্ড্রু গিন্থার টুইটারে লিখেছেন, ‘আজ বিকেলে দুঃখজনকভাবে এক কিশোরী প্রাণ হারিয়েছে। আমরা এখনো বিস্তারিত সব কিছু জানি না। এ বিষয়ে আরও তথ্য পাওয়া মাত্র আমরা তা জানাব।’ কৃষ্ণাঙ্গ কিশোরীকে হত্যার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে আসে।

 


আরো সংবাদ



premium cement