১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


গ্রিক আর্চবিশপের ইসলামবিরোধী মন্তব্যের নিন্দা

-

গ্রিক আর্চবিশপের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্যের নিন্দা করেছেন তুরস্কের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ দিয়ানতের প্রধান আলী এরবাশ । গত রোববার এক বিবৃতিতে নিন্দার পাশাপাশি খ্রিষ্ট সমাজকে এ ধরনের ‘অসুস্থ মানসিকতার’ বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান করেন তিনি।
এর আগে শনিবার এথেন্সে গ্রিক আর্চবিশপ দ্বিতীয় ইরোনিমস টেলিভিশনে এক ভাষণে বলেন, ‘ইসলাম কোনো ধর্ম নয়, বরং এটি রাজনৈতিক দল। এর অনুসারীরা শুধু যুদ্ধের সাথেই সম্পৃক্ত।’ এরবাশ তার বিবৃতিতে বলেন, ধর্মীয় নেতাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব শান্তি ও সহনশীলতার জন্য সংগ্রাম করা। তাদের উচিত সহাবস্থানের সংস্কৃতি গড়ায় অংশ নেয়া। তিনি বলেন, ‘খ্রিষ্ট বিশ্বের অবশ্যই এই অসুস্থ মানসিকতার বিরোধিতা করা উচিত। এই ধরনের প্রবণতা মুসলমানদের গুরুত্বহীন করে বর্ণবাদের শিকারে পরিণত করবে এবং তাদের জীবন ও প্রার্থনার স্থানকে হামলার মুখে ফেলবে।’
তিনি বলেন, ‘আর্চবিশপের মন্তব্য সমাজকে উসকে দেবে। এর মাধ্যমে ইসলামের বিরুদ্ধে ঘৃণা, বৈরিতা ও সহিংসতার সৃষ্টি হবে।’ এরবাশ বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামী সভ্যতা বিশ্বাস, ধর্ম ও সংস্কৃতির ভিন্নতার ভেতরও মানুষকে নিয়ে শত শত বছর একত্রে বসবাসের ঐতিহ্য সৃষ্টি করে আসছে।’

 


আরো সংবাদ



premium cement

সকল