আবারো বেড়েছে যমুনার পানি
- খাদেমুল বাবুল, জামালপুর
- ১১ জুলাই ২০২৪, ১৭:৪৯
জামালপুরে বন্যার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হওয়ার অবস্থায় আবারো বাড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) এ প্রতিবেদন লেখা পযর্ন্ত যমুনার পানি দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র পানি বৃদ্ধির এই তথ্যটি নিশ্চিত করেছেন।
গত কয়েকদিনে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার থেকে ৫০ সেন্টিমিটারে নেমে আসে। এতে বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে আসার সঞ্চার ঘটে। কিন্তু আবারো নদনদীর পানি বৃদ্ধি পেতে শুরু করায় দীর্ঘ মেয়াদী বন্যার আশঙ্কায় আতঙ্কিত তারা।
এখনো জেলার যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর তীরবর্তী ইউনিয়নগুলোর দেড় লাখের অধীক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এখনো বিশেষ প্রক্রিয়ায় তৈরি ঘরের ওপর মাচা করে মানবেতর জীবনযাপন করছে বানভাসি মানুষ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা