ইসলামপুরে মোটরসাইকেলচাপায় শতবর্ষী নারী নিহত
- জামালপুর প্রতিনিধি
- ০৯ জুলাই ২০২৪, ২০:১৯
জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেলচাপায় আজিরন বেওয়া (১০৫) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগাগড় শিমলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিরন বেওয়া ওই এলাকার মরহুম জবেদ আলীর স্ত্রী।
স্থানীয়রা সূত্রে জানা যায়, সকালে একই এলাকার সাদা মিয়ার ছেলে রাজু (১৭) আজিরন বেওয়াকে মোটরসাইকেলচাপা দেন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাউদ্দিন বলেন, ‘অবস্থার অবনতি দেখে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।’
নিহতের নাতি নজরুল বলেন, ‘রাজু একটা নেশাখোর ছেলে। সে বেপরোয়া গাড়ি চালিয়ে আমার দাদিকে মেরে ফেলেছে।’
নিহতের ছেলে ভেদু খান বলেন, ‘আমার মায়ের বয়স হয়েছে। মোটরসাইকেলচাপায় মা মারা গেছে। যেহেতু তার বয়স হয়েছে, তাই আমাদের কোনো অভিযোগ নেই।’
তবে ঘটনার পর থেকে ঘাতক মোটরসাইকেলচালক রাজু পলাতক রয়েছেন, স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেছে বলে জানা গেছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা