নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর দেওয়ানগঞ্জে ভাঙা সড়কে কাজ শুরু
- খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)
- ০৩ জুলাই ২০২৪, ১৬:৪৮, আপডেট: ০৩ জুলাই ২০২৪, ১৭:২৮
‘দেওয়ানগঞ্জে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে ভাঙ্গন যোগাযোগ ব্যাহত’ শিরোনামে দৈনিক নয়া দিগন্তে প্রকাশের পর কাজ শুরু করেছে প্রশাসন।
বুধবার (৩ জুলাই) সকাল থেকেই এ কাজ শুরু করে কর্তৃপক্ষ। এর আগে ২ জুলাই সংবাদটি প্রকাশ হয়।
জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জে দুই দিনের প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি উপজেলার বিভিন্ন পাকা-কাঁচা সড়কের অংশ বিশেষ ধসে যাওয়ায় যান ও জন চলাচল ব্যাহত হচ্ছে।
দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ-তারাটিয়া-সানন্দবাড়ী প্রধান সড়কের বিভিন্ন স্থানের অংশ বিশেষ ধ্বসে গেছে। এতে যোগাযোগ ব্যাহত হচ্ছে। দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদার পাড়া বাজার সংলগ্ন প্রধান সড়কের অর্ধেকের বেশি প্রবল বর্ষণে ধ্বসে গেছে একাধিক স্থানে। এতে বাস-ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন কোনো রকম চলাচল করছে। সানন্দবাড়ী হতে জামালপুর-ঢাকাগামী বাস ট্রাক দেওয়ানগঞ্জ পথে আসতে সরদার পাড়া ভাঙ্গনে পারাপার না হতে পেরে পেছনে ফিরে তারাটিয়া হয়ে বকশীগঞ্জ উপজেলা দিয়ে জেলা সদর বা ঢাকা চট্টগ্রাম মুখে চলাচল করছে।
এ ব্যাপারে মঙ্গলবার (২ জুলাই) নয়া দিগন্ত পত্রিকায় একটি সচিত্র সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরই উপজেলা প্রশাসন ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। উপজেলা চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এবং উপজেলা প্রকৌশলী মো: তোফায়েল আহম্মেদ, উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদার পাড়া-বাহাদুরাবাদ বাজার মধ্যবর্তী প্রধান পাকা সড়কের ভাঙ্গা স্থান সংস্কার শুরু করে দিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এবং উপজেলা প্রকৌশলী মো: তোফায়েল আহম্মেদ নয়া দিগন্তকে জানান, সরদারপাড়া সড়ক ভাঙ্গার খবর, যোগাযোগ ব্যাহত হয়ে জনদুর্ভোগের খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে গমন করেছি, সরেজমিন তা প্রত্যক্ষ করেছি এবং বুধবার সকাল থেকেই ভাঙ্গা স্থানে জোরে সোরে সংস্কারের কাজ শুরু করা হয়েছে। আশাকরি আজকালের মধ্যেই সমস্যার সমাধান হবে এবং জন ও যানবাহন চলাচল শুরু হয়ে যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা