সরিষাবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা
- ২৫ জুন ২০২৪, ২০:০১
জামালপুরের সরিষাবাড়ীতে সাপের কামড়ে বাবুল মিয়া (৫০) নামে এক কৃষক মারা গেছেন।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামের মৃত ইজ্জত আলী মন্ডলের ছেলে বাবুল মিয়া মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে ধানক্ষেতে ঘাস কাটতে যান। বাড়ি ফেরার সময় ধানক্ষেতের আইলে থাকা সাপে কামড় দিলে বাবুল মিয়া ডাকচিৎকার করতে থাকেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে এনে কবিরাজি চিকিৎসা দেয়। এতে অবস্থার আরো অবনতি হলে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, ‘বাড়ির পেছনে ধানক্ষেতে ঘাস কেটে বাড়িতে ফেরার সময় তাকে সাপে কামড় দেয়। ঘটনাস্থলে গিয়ে সাপটিকে আর দেখতে পাইনি।’
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘সাপে কামড়ানো একজন রোগী আসা হয় বিকেলে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। কোন প্রজাতির সাপে তাকে কামড় দিয়েছে সেটা অবশ্য জানা যায়নি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা