১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামালপুরে কলেজ শাখা ছাত্রলীগ নেতা বহিস্কার

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরের সরকারি ইসলামপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: শাওন সরকারকে সাময়িক অব্যাহতি দিয়েছে জামালপুর জেলা ছাত্রলীগ।

সোমবার জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে সরকারি ইসলামপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।

এ ব্যাপারে মোবাইল ফোনে ইসলামপুর উপজেলা ছাত্রলীগ শাখার সভাপতি নুরে আজাদ ইমরানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘কলেজটি সরকারি। তাই কলেজ শাখা ছাত্রলীগ জেলা শাখা ছাত্রলীগের নিয়ন্ত্রণে। সিদ্ধান্তটি যেহেতু জেলা ছাত্রলীগের এখানে আমার কোনো বক্তব্য নেই।’

অব্যাহতি প্রাপ্ত সভাপতি শাওন সরকারের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলে তিনি কল রিসিভ করেননি।


আরো সংবাদ



premium cement