ইসলামপুর পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা, উপ-নির্বাচনের নির্দেশ
- খাদেমুল বাবুল, জামালপুর
- ২৪ জুন ২০২৪, ২১:৪৪
জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়রের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। পাশাপাশি ওই পৌর সভায় মেয়র পদ উপ-নির্বাচন অনুষ্ঠানেরও নির্দেশ করা হয়েছে।
রোববার (২৩ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
নিম্নে প্রজ্ঞাপনটি হুবহু তুলে ধরা হলো,
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার মেয়র জনাব আব্দুল কাদের সেখ মেয়রের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে উক্ত পৌরসভার ১১ (এগারো) জন কাউন্সিলর কর্তৃক বিভিন্ন অভিযোগে আনীত অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় সরকার তথা স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩৮ (১২) মোতাবেক জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার মেয়র এর আসনটি সূত্রোক্ত প্রজ্ঞাপন অনুযায়ী ২৩ জুন ২০২৪ খ্রি: তারিখ হতে শূন্য ঘোষণা করা হয়।
এমতাবস্থায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩৩ (২) ধারা এর বিধানমতে জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার মেয়র-এর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ ঘটনায় পৌর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে কাউন্সিলদের মাঝে বইছে আনন্দের বন্যা । মেয়রের পদশূন্য ঘোষণার পর পরই উপনির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এবং দুই বারের পৌর কাউন্সিলর ও প্যানেলমেয়র বাবু অংকন কর্মকার এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দুই বারের পৌর কাউন্সিলর মোহন মিয়া। তারা নয়াদিগন্তকে জানান উপ নির্বাচন হলে তারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা