বকশীগঞ্জে নদী ভাঙনের আতঙ্কে দিশেহারা মানুষ
- হেদায়েত উল্লাহ, বকশীগঞ্জ (জামালপুর)
- ২২ জুন ২০২৪, ১৬:৪২, আপডেট: ২২ জুন ২০২৪, ১৭:৫৩
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আশা বন্যার পানিতে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন । ব্রহ্মপুত্র, দশানী, জিঞ্জিরাম নদ-নদীর পানি বাড়ার সাথে পাল্লা দিয়ে বেড়েছে তীব্র নদী ভাঙন।
নদী গর্ভে বিলীন হতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুতের খুঁটি, রাস্তা-ঘাট, মসজিদ, বসতভিটা ও ফসলি জমিসহ অসংখ্য স্থাপনা। ভাঙ্গনের কারণে দিশেহারা নদীর পাড়ের মানুষরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের কুতুবের চরে দশনী, জিঞ্জিরাম নদ-নদীর পানি বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে তীব্র নদী ভাঙন এতে করে আতঙ্কে রয়েছে শতাধিক পরিবার।
গ্রামবাসীরা জানান, সামান্য পানি বাড়ার সাথে সাথে ভাঙন তীব্র আকার ধারণ করছে। এতে ভাঙন আরো ভয়ানক রূপ ধারণ করতে পারে। জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে এ গ্রাম নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা আরো বলেন, কুতুবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি গ্রাম বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই একটি পুরনো পাকা মসজিদ নদী গর্ভে বিলীন হয়েছে।
তাই এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত জানান, ‘নদী ভাঙ্গন রোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডে রিপোর্ট দেয়া হয়েছে। দ্রুত সময়ে নদী ভাঙ্গন এলাকায় ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। ইতোমধ্যেই সাধুরপাড়া কুতুবেরচর নদী ভাঙ্গন এলাকায় কাজ শুরু করেছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা