১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রবাসীর স্ত্রী ফাঁসিতে আত্মহত্যা

- ছবি : প্রতীকী

সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে প্রবাসীর স্ত্রী মোছা: সুমী আক্তার (২২) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের ভেবলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত তিন বছর আগে একই ইউনিয়নের ফলদহ গ্রামের প্রবাসী মাসুম মিয়ার সাথে সুমী আক্তারের বিয়ে হয়। এক পর্যায়ে বিয়ের পর থেকেই স্বামী বিদেশ থাকায় শ্বশুর-শাশুড়ির সাথে সব সময় সুমী আক্তারের কলহ লেগেই থাকত। বিষয়টি চরম পর্যায়ে গেলে সুমী আক্তার তার স্বামীকে মোবাইল ফোনের মাধ্যমে সব কিছু জানান। এক পর্যায়ে এতেও কোনো প্রতিকার না পাওয়ায় মঙ্গলবার রাতে সুমী আক্তার তার বাবা আ: খালেকের বাড়িতে ঘরের ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

সুমী আক্তারের বাবার বাড়ির আশপাশের লোকজনদের সাথে কথা বলে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী মাছুম মিয়া দেশের বাহিরে অবস্থান করছে।

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, সুমীর লাশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে থানায় আনা হয়েছে।

তদন্ত শেষে ঘটনার বিষয় জানা যাবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement