সরিষাবাড়ীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
- সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
- ১৯ জুন ২০২৪, ১৪:৫১
জামালপুরের সরিষাবাড়ীতে স্বামী সাইফুল ইসলামের ছুরিকাঘাতে স্ত্রী কাঞ্চন সাথী (২৫) নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ঘাতক স্বামী।
গতকাল মঙ্গলবার অনুমানিক রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাথী উপজেলার মহিষাবাধুরিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।
ঘাতক সাইফুল ওরফে সরল দিনাজপুর জেলার হাকিমপুরের বাসুদেব গ্রামের রিপন সরকারের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
জানা গেছে, গত রোববার রাতে স্বামী সাইফুল ইসলাম ও তার স্ত্রী কাঞ্চন সাথী ভাটারা বাজারে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তায় তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সাইফুল উত্তেজিত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে কাঞ্চন সাথীর পেটে আঘাত করে। এতে সাথী গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান। পরে সাথীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। মঙ্গলবার রাত ১২টার দিকে কাঞ্চন সাথী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান জানান, ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলা হত্যা মামলায় রূপান্তরীত করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, আসামি সাইফুল ইসলামকে গ্রেফতারে চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা