ভালুকায় ট্রাকচাপায় অটোচালকসহ নিহত ২
- আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)
- ১৫ জুন ২০২৪, ১৩:২২
ময়মনসিংহের ভালুকায় একটি মালবাহী কার্গোট্রাক ইউটার্ন করার সময় উল্টে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে অটোরিকশাটি দুমরে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দু’জন নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজিচালক আব্দুল হালিম (৪০) পাশের ত্রিশাল উপজেলার বইলর গ্রামের আমির উদ্দিনের ছেলে। আর নিহত যাত্রীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশের ভরাডোবা ক্লাবেরবাজার এলাকায় প্রায় এক কিলোমিটার সংস্কারকাজ করতে গিয়ে ঢাকাগামী লেন বন্ধ রাখছে সড়ক ও জনপথ বিভাগ। এতে দুরপাল্লার যাত্রীবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন ইউটার্ন করতে গিয়ে দুর্ঘটনা ঘটে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। শনিবার সকালে ওই স্থানে ঢাকাগামী মালবাহী একটি কার্গোট্রাক ইউটার্ন করার সময় উল্টে ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এ সময় অটোরিকশাটি দুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আব্দুল হালিমসহ দুইজন নিহত হন।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, ঢাকাগামী কার্গোট্রাক চাপায় নিহত সিএনজির চালক ও যাত্রীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শফিকুল ইসলাম জানান, ট্রাকচাপায় নিহত সিএনজি চালকের নাম ঠিকানা পাওয়া গেলেও নিহত যাত্রীর নাম পরিচায় জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা