জামালপুরে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বেঁচে গেলো ২ শিশুসন্তান
- খাদেমুল বাবুল, জামালপুর
- ১৪ জুন ২০২৪, ১৭:৫০
জামালপুরের মেলান্দহে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে তার দুই শিশুসন্তান।
শুক্রবার (১৪ জুন) বেলা সোয়া ১টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বন্যা (৩১) জামালপুর পৌর শহরের ডাকপাড়া এলাকার জয়নাল আবেদীন মাস্টারের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামালপুরগামী ঢাকা মেট্রো গ-১৭-৬৭৪৭ এবং জামালপুর থেকে মেলান্দহগামী একটি লাইসেন্সবিহীন সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিআরোহী বন্যা গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান। তবে দুর্ঘটনায় পড়েও অলৌকিকভাবে বেঁচে যায় তার দুই সন্তান। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ও সুস্থ আছে।
মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছেন বলে জানান অফিসার ইনচার্জ রাজু আহমেদ।
তিনি আরো বলেন, প্রাইভেটকার ও সিএনজিটি জব্দ করা হয়েছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা