ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১২ জুন ২০২৪, ১৭:৫৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মোতালেব মিয়া (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ জুন) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
আব্দুল মোতালেব উপজেলার সদর ইউনিয়নের সঞ্চাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব একই গ্রামের নুর ইসলাম বেপারীর ছেলে বিপ্লব মিয়ার ফিশারিতে মাছের পোনা ছাড়ার জন্যে পানিতে নামে। এ সময় ফিসারির পানির নিচে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। সেই ছেঁড়া তারে আব্দুল মোতালেবের পা আটকে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঈশ্বরগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় দাফন করার জন্যে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা