দেওয়ানগঞ্জে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা
- খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)
- ০৮ জুন ২০২৪, ২২:২৯
জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কলহের জেরে চরম অভিমানে জয়নাল আবেদীন (২৩) নামে এক যুবক ধর্নার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৮ জুন) সকালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে সীমান্তবর্তী চর আমখাওয়া ইউনিয়নের নবিনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন নবিনাবাদ গ্রামের ফজলুল হকের ছেলে।
জানা গেছে, ২ বছর আগে জয়নাল আবেদীন বিয়ে করে পাশের জেলা কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার স্লুইচ গেট এলাকার মো: বাকের আলীর মেয়ে রেখা মনিকে। তাদের সাত মাসের একটি মেয়ে সন্তানও রয়েছে।
এলাকাবাসী জানান, বিয়ের পর থেকেই জয়নাল আবেদীন এবং স্ত্রী রেখা মনির মধ্যে তেমন বনিবনা হচ্ছিল না। এছাড়া ভাইদের সাথে জমিজমা সংক্রান্ত কলহ বিবাদও চলে আসছিল অনেক দিন ধরে। প্রায় প্রতিদিন ঝগড়া ঝাটি লেগেই থাকত। এ নিয়ে একাধিকবার সালিশ দরবার ও হয়েছে। অবশেষে শনিবার নিজ বাড়ির গোয়াল ঘরের ধর্নার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জয়নাল আবেদীন।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস নয়া দিগন্তকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি নিয়ে পরিবারের লোকজনদের সাথে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। কোনোক্রমেই তা সমাধান হচ্ছিল না। স্ত্রীর সাথেও সমস্যার কথা শোনা যায়। আত্মহত্যা করার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে পরে পোস্ট মর্টেমের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা অনুসন্ধান এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা