হালুয়াঘাটে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
- আনছারুল হক রাসেল, হালুয়াঘাট (ময়মনসিংহ)
- ০৮ জুন ২০২৪, ২২:০৯
ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের দুদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে স্থানীয় বিল্লাল হোসেন লাকড়ী কুড়াতে গিয়ে কুরবান আলীর লাশ দেখতে পান।
নিহত ব্যক্তির নাম কুরবান আলী (৬০)। তিনি উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কোচপাড়া গ্রামের মরহুম আহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে একদল ভারতীয় বন্য হাতি খাবারের সন্ধানে সন্ধ্যার পর কোচপাড়া গ্রামে অবস্থান করে।
নিহতের স্বজনরা জানায়, হাতী অবস্থানের জায়গা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের বোন মালেকা খাতুন জানায়, গত বৃহস্পতিবার থেকে কুরবান আলী নিখোঁজ হয়। তার শরীরের বিভিন্ন স্থানে হাতির আঘাতের চিহ্ন রয়েছে।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা