১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামালপুরে আবাসিক হোটেল থেকে ৩ ভুয়া পুলিশ আটক

জামালপুরে আবাসিক হোটেল থেকে ৩ ভুয়া পুলিশ আটক - ছবি : নয়া দিগন্ত

জামালপুর শহরের গেইটপাড় এলাকায় একটি আবাসিক হোটেল থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর। এর আগে শুক্রবার রাতে ওই হোটেল থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাসপোর্ট, পুলিশের লগো, কটি, চাবির রিং ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাট বরাতখালী এলাকার জাহাঙ্গীর হোসেন চৌধুরীর ছেলে জাকির হোসেন চৌধুরী বা ইমন চৌধুরী (৪০), সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (২২) এবং হবিগঞ্জ জেলার রাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাখন মিয়ার ছেলে সারফিন আহমেদ তানভীর (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জামালপুর আসা যাওয়া করত। তারা পুলিশ পরিচয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতেন তারা। একবার এসে ১০-১৫ দিন করে অবস্থান করতেন ওই হোটেলে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, দীর্ঘদিন ধরে তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিল। গোপনে সংবাদের ভিত্তিতে শহরের হোটেল সেতুলিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement