১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরিষাবাড়িতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

- ছবি : প্রতীকী

জামালপুরের সরিষাবাড়িতে সড়ক দুর্ঘটনায় শান্ত (১৩) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে সরিষাবাড়ী পৌরসভার চরবাঙ্গালী এলাকায় এ ঘটনা ঘটে।

শান্ত মিয়া ডোয়াইল ইউনিয়ন চর হাটবাড়ী গ্রামের মরহুম হেলাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার চরবাঙ্গালী এলাকায় বাউসী বাজার ধনবাড়ী সড়কে শনিবার সকাল ১০টায় পেছন থেকে মাহেন্দ্র ট্রাক্টর সামনে থাকা আরেকটি মাহেন্দ্র ট্রাক্টরকে ধাক্কা দিলে হেলপার শান্ত মিয়া গাড়ি থেকে ছিটকে পড়ে যান। এ সময় তিনি (শান্ত মিয়া) পেছনের ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সূত্রে আরো জানা গেছে, চর হাটবাড়ীর গ্রামের নজরুল ইসলামের ছেলে ট্রাক্টর ড্রাইভার রুবেল মিয়া ঘটনার পরই গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসফিকুর রহমান বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে আসে।


আরো সংবাদ



premium cement