গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৬ জুন ২০২৪, ১৮:৪৪
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে বাহার উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পাগলা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের চর লামকাইন এলাকা ব্রহ্মপুত্র নদ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাহার উদ্দিন পাশ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আবু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি দত্তের বাজারে শ্বশুরালয়ে এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছেন। শ্রমিকের কাজ করতেন তিনি। তার একমাত্র সন্তান প্রবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাহার উদ্দিন তার পৈত্রিক গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে যাওয়া কথা বলে বসবাসরত বাড়ি থেকে বের হয়ে যান। বৃহস্পতিবার সকালে চর লামকাইন এলাকা ব্রহ্মপুত্র নদে পানিতে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যাকাণ্ড কিনা বলা যাচ্ছে না। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলেও জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা