দাবি আদায়ে অনড় বাকৃবি শিক্ষক সমিতি
- বাকৃবি প্রতিনিধি
- ০৫ জুন ২০২৪, ১৬:৫৮
ক্লাস-পরীক্ষা পরিহার করে আবারো দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এ আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার (৫ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেমিস্টার ফাইনাল ব্যতীত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের আমতলায় অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতির সকল সদস্য।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তানভীর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আফরিনা মুস্তারি, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানসহ শিক্ষক সমিতির সকল সদস্য।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষকেরা বলেন, ‘শিক্ষকদেরকে আন্দোলনে নামতে বাধ্য করা সরকারি এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই আমরা। শিক্ষকদের সম্মান না দিলে জাতি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। এই প্রত্যয় স্কিম বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ করেছে। প্রত্যয় স্কিম বাতিল না করলে আমরা ক্লাস-পরীক্ষাসহ সকল কাজ বর্জন করতে বাধ্য হবো। এমনকি আমরা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাতেও অংশ নেব না।’
এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার বলেন, ‘বংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো: আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত একটি নির্দেশনা পত্র আমরা হাতে পেয়েছি। ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী আগামী ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধদিবস এবং ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। তবে পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত। এরপরেও দাবি আদায় না হলে ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা