১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রতিকূল আবহাওয়ায় লিচুর ফলন বিপর্যয়, দিশেহারা লিচু চাষিরা

- ছবি : নয়া দিগন্ত

প্রতিকূল আবহাওয়ার কারণে মৌসুমি ফল লিচুর ফলন বিপর্যয়ে দিশেহারা জামালপুরের লিচু চাষিরা। অন্যদিকে, আগাম বাগান কিনে বিপাকে পড়ছেন মৌসুমী ফল ব্যবসায়ীরাও।

লিচু চাষিরা জানায়, চলতি বছর প্রচণ্ড তাপদাহে আর কুয়াশার কারণে লিচুর ফুল ও মুকুল ঝড়ে পড়েছে। ফলে আশানুরূপ ফল আসেনি। এছাড়া লিচুর আকার ছোট হয়েছে। সব মিলিয়ে এ বছর লিচুর বাগান মালিক এবং মৌসুমী লিচু ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

লিচু চাষিদের অভিযোগ, এমন বিপর্যয়েও কৃষি অফিসের কোনো সহায়তা পাননি তারা।

তবে, কৃষি অফিস লিচু চাষিদের বিপর্যয়ের কথা স্বীকার করে জানিয়েছে, লিচু চাষিরা যাতে কিছুটা হলেও লোকসান কাটিয়ে উঠতে পারেন, এজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

জানা গেছে, জামালপুর জেলার সাতটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি লিচুর চাষ হয়ে থাকে সদর উপজেলায়। এর মধ্যে উপজেলার শরিফপুর, ঘোড়াধাপ, শ্রীরামপুর, রানাগাছা, শাহবাজপুর এলাকার চাষিরা সবচেয়ে বেশি লিচু বাগান করে থাকেন। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এ অঞ্চলের লিচুর চাহিদা বেশি থাকায় চায়না থ্রি, এলাচি, বোম্বায় এবং মুজাফরী জাতের লিচুর চাষ করেন এ অঞ্চলের চাষিরা।

গত কয়েক বছর ধরে লিচুর বাগান করে লাভবান হয়েছেন চাষিরা। যে কারণে দিন দিন লিচু চাষে চাষিদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। কিন্তু চলতি বছর প্রতিকূল আবহাওয়া এবং প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়ায় লিচুর ফুল ও মুকুল নষ্ট হয়েছে। আর দিনে প্রচণ্ড রোদ আর সকালে কুয়াশার কারণে বাগানে লিচুর ফলন একেবারেই কম হয়েছে। ফলে লিচুর আগাম বাগান কিনে লোকসানের মুখে পড়েছেন মৌসুমী লিচু ব্যবসায়ীরা।

লিচু চাষি আহাম্মদুল্লাহ বলেন, ‘এ বছর বৃষ্টি না হওয়ায় আর প্রচণ্ড তাপদাহে লিচুর বাগান শেষ হয়ে গেছে। সারাদিনের প্রচণ্ড রৌদ্র আর ভোরে কুয়াশায় লিচুর ফুল ও মুকুল নষ্ট হয়ে ঝরে পড়ে গেছে। এছাড়া বাগানে কিছু লিচু থাকলেও সেগুলো আকারে ছোট হয়েছে। এ বছর খরচের টাকাও উঠবে না বলে আশঙ্কা করছেন তার।’

মৌসুমী ফল শফিকুল বলেন, ‘এবার ৭০ থেকে ৮০ হাজার টাকার লিচু কিনছিলাম, কিন্তু বৃষ্টি না থাকায় লিচু ফেটে যাচ্ছে। কিটনাশক দিয়েও রক্ষা করতে পাচ্ছি না। যে কারণে লোকসানও গুণতে হচ্ছে।’

এ বছর লিচু চাষে প্রাকৃতিক বিপর্যয়ের কথা স্বীকার করে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক বলেন, ‘সারাদেশেই প্রচণ্ড গরম ছিল। কৃষির জন্য আমরা বেশ আতঙ্কগ্রস্ত ছিলাম। তার মধ্যে ফলের ব্যাপারে আমাদের বিশেষ চিন্তা ভাবনা ছিল। জামালপুরের লিচু সারাদেশেই নাম ডাক আছে।’

তিনি আরো বলেন, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে ভিডিও বার্তার মাধ্যমে লিচু চাষিদের নানা পরামর্শ দিয়েছি।

জামালপুর সদর উপজেলা কৃষি সূত্রে জানা গেছে, এ বছর জামালপুরে ১৬০ হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। যা গত বছরের চেয়ে ১০ হেক্টর বেশি।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড

সকল