১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় একটি পোল্ট্রি খামারে কাজ করার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুৎস্পৃষ্টে খামার শ্রমিক আবু সাইদের (৩৫) মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুন) সকালে উপজেলার ধামশুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার ধামশুর গ্রামে অবস্থিত সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের পোল্ট্রি খামারে কাজ করছিল শ্রমিক আবু সাইদ। এ সময় ঝড়ে ছিড়ে মাটিতে পড়ে থাকা পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খামার মালিক আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘আবু সাইদ ২০১০ সাল থেকে তার খামারে কাজ করছিলেন। বিদ্যুৎস্পৃষ্টে কিভাবে সে মারা গেছে, তার তার জানা নেই।’

ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল তাসলিমা জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।


আরো সংবাদ



premium cement