উপজেলা নির্বাচন : ঈশ্বরগঞ্জ ২ ঘণ্টায় এক বুথে ভোট পড়েছে ৩টি
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৯ মে ২০২৪, ১৬:৩১
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২৯ মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শান্তিপপূর্ণভাবে শেষ হয়েছে। তবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। উপজেলার জাটিয়া ইউনিয়নের ৪২ নম্বর ভোটকেন্দ্র ঘাগড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর মহিলা বুথে দুই ঘণ্টায় মাত্র তিনটি ভোট পড়েছে।
বুধবার (২৯ মে) সকাল ১০টায় সরেজমিনে ওই কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, ওই কেন্দ্রের ২ নম্বর মহিলা বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম।
সরেজমিনে দেখা যায়, বাইরে অনেক সরগরম। কিন্তু ভেতরে ফাঁকা। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত একটি বুথে দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র তিনটি। ভোটারদের চাপ না থাকায় আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছে। মাঝেমধ্যে দুই-একজন ভোটার এলে তাদেরকে ভোট কক্ষ দেখিয়ে দিচ্ছেন। আব্দুল জলিল নামের এক ভোটার বলেন, গ্রামের নারীরা রান্না-বান্না শেষ করে ভোট দিতে আসে তাই মহিলা ভোটার কম। পুরুষ ভোটারের উপস্থিতি একটু বেশি।
ওই কেন্দ্রের দ্বায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা মো: আবুল ফারুক বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঘণ্টায় তিন হাজার ৮৫৭ ভোটের বিপরীতে ১৭৭টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ১০টি বুথে ভোটগ্রহণ চলছে। এই এলাকার মানুষ কৃষি কাজের ওপর নির্ভরশীল হওয়ায় লোকজন মাঠে কাজ করছেন। আর নারীরা রান্না-বান্না শেষ করে দুপুরের দিকে আসলে চাপ বাড়তে পারে বলে জানান তিনি। এছাড়াও উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। তবে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা