১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেওয়ানগঞ্জে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার, চেয়ারম্যান আবুল কালাম আজাদ

দেওয়ানগঞ্জে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার, চেয়ারম্যান আবুল কালাম আজাদ - নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান ও মেয়র আবুল কালাম আজাদ ।
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে ৩০ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলার চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকে ২৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

রিটার্নিং অফিসারের সর্বশেষ তথ্যমতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ আরিফ খাঁন বই প্রতীকে ২৯ হাজার ৭৭৮ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দুলাল হোসেন টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭২৯ ভোট।

এ উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৬ মহিলা ও ১২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের তথ্য মতে এই উপজেলায় ৩৮.১৫ শতাংশ ভোট পড়েছে ।


আরো সংবাদ



premium cement