১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু

ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় কর্মরত অবস্থায় ফারুকুজ্জামান চৌধুরী ফারুক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত স্কয়ার ফ্যাশন লিমিটেডের গার্মেন্ট সেকশনে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক লক্ষীপুর জেলার সদর উপজেলার পাঁচপাড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফারুকুজ্জামান চৌধুরী ফারুক ভালুকার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত স্কয়ার ফ্যাশন লিমিটেডের গার্মেন্ট সেকশনের সিনিয়র কম্পিউটার কাটিং অপারেটার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে তিনি কর্মস্থলে যোগদান করার পর বুকে ব্যাথা অনুভব করলে কারখানার চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে কিছুটা সুস্থতা অনুভব করেন। পরে তিনি পুনরায় কাজে যোগদান করেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আবারো অসুস্থ হয়ে পড়লে কারখানার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে ফারুকের লাশ হস্তান্তর করেন।

স্কয়ার ফ্যাশন লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ফারুক কোম্পানির কম্পিউটার কাটিং অপারেটারের হিসেবে কর্মরত ছিলেন। তিনি সকালে বাসা থেকেই অসুস্থ শরীর নিয়ে কাজে যোগদান করেন। অফিসে আসার পর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাস্তায় তিনি মারা যান। ফারুকের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ শিল্পজোন-৫-এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কয়ার ফ্যাশন লিমিডেটের একজন শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। মৃত্যু সংবাদ পাওয়ার পর তিনি বিষয়টি থানাকে অবহিত করেছেন।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের

সকল