জামালপুরে ট্রাক উল্টে চালক নিহত
- খাদেমুল বাবুল, জামালপুর
- ০৬ মে ২০২৪, ১৬:১৬
জামালপুরের মাদারগঞ্জে কয়লাভর্তি ট্রাক উল্টে সাইদুর রহমান (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চালকের হেলপার এনামুল হক।
সোমবার (৬ মে) সকালে উপজেলার ঘুগুমারি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, কয়লাভর্তি ট্রাকটি ঘুগুমারি ভাই ভাই নামে একটি ইট ভাটার দিকে যাচ্ছিল। পথে কাঁচা রাস্তায় পেছনের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ সময় ট্রাকটির হেলপার সামান্য আঘাত পান।
তিনি বলেন, চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা