গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৩ মে ২০২৪, ২৩:২৯
ময়মনসিংহের গফরগাঁওয়ে লরির চাকায় পিষ্ট হয়ে খোদেজা খাতুন (৪৫) নামে এক অটোরিকশার যাত্রী নারী নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের ডুবাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোদেজা মাখল কালদাইর গ্রামের মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী।
জানা যায়, খোদেজা খাতুন স্থানীয় গয়েশপুর বাজার থেকে চিকিৎসা শেষে ওষুধ নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় গয়েশপুর-ডুবাইল সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী লরি একটি অটোরিকশাকে চাপা দেয়। লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা থানার অফিসার ইনসার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা