ইসলামপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সালাম চেয়ারম্যান নির্বাচিত
- খাদেমুল বাবুল, জামালপুর
- ২৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৬
জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মো: মশিউর রহমান (বাদল) তার প্রার্থীতা প্রত্যাহার করায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুস সালাম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
অ্যাডভোকেট মো: আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানান।
প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মো: মশিউর রহমানের (বাদল) সাথে মোবাইল ফোনে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ইসলামপুর উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার জামান হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তবে এখনো অফিসিয়ালি কাগজ পাননি বলে জানান।
জামালপুর জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জান তালুকদার জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থা মো: মশিউর রহমান বাদল তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অ্যাডভোকেট মো: আব্দুস সালাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, মো: আব্দুস সালাম ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা