বকশিগঞ্জে বিদ্যুৎপৃষ্টে অটোচালকের মৃত্যু
- খাদেমুল বাবুল, জামালপুর
- ২৮ এপ্রিল ২০২৪, ১৬:২২
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পিষ্টে ফেরদৌস মিয়া (২৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস মিয়া বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে অটোভ্যানচালক ফেরদৌস মিয়া নিজ বাড়িতে অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয় তার।
বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান মাসুম (প্রামাণিক) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বকশীগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) মনজুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, ফেরদৌস একজন অটো রিকশারভ্যানের ড্রাইভার ছিল। নিজ বাড়ির উঠানে অটোরিকশা চার্জ দেয়ার সময় বিদ্যুৎপিষ্ট হয় সে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা