১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার

মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার -

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় শাহী জামে মসজিদের ভেতর থেকে আকবর আলী শাহ (৬২) নামের এক খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে পাঁচবাগ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ওমর ফারুকসহ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাগলা থানায় নিয়ে আসে। নিহত খাদেম আকবর আলী শাহ উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত মোর্শেদ আলী শাহর ছেলে। তার এক ছেলে ও চার মেয়ে রয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আকবর আলী শাহ দিঘীরপাড় শাহী জামে মসজিদে খাদেম হিসেবে কাজ করতেন এবং মসজিদে ভেতরে রাতযাপন করতেন তিনি। এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন আকবর আলী শাহ। শুক্রবার ভোরে এলাকাবাসী মসজিদের ভেতরে ফ্যানে খাদেম আকবর আলী শাহর লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুল বাশার জানান, আত্মহত্যার কোনো সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement