জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অটোরিকশা চুরির মামলা
- খাদেমুল বাবুল, জামালপুর
- ১৮ এপ্রিল ২০২৪, ১৪:২৯
জামালপুরের মেলান্দহ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে হাজরাবাড়ি পৌর ছাত্রলীগ নেতা মো: মারুফের বিরুদ্ধে।
পুলিশ ইতোমধ্যে মামলার ১ নাম্বার আসামি মো: লেবু মিয়া (৩১) ও ২ নাম্বার আসামি সবুজ মিয়াকে (২২) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। ওই মামলায় মো: মারুফকে (মারুর হাসান) তিন নাম্বার আসামি করা হয়েছে। এর আগে, বুধবার (১৭ এপ্রিল) উপজেলার টগারচর গ্রামের মরহুম আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান মেলান্দহ থানায় এ মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত মারুফ হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাজরাবাড়ি পৌর এলাকার ব্রাহ্মণপাড়া গ্রামের মো: জহুরুল হকের ছেলে। এ দিকে, তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
মোবাইল ফোনে মারুফের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে তাকে ওই মামলায় উদ্দেশ্যপ্রণোদিত আসামি করা হয়েছে।’
এ ব্যাপারে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আরিফুল ইসলাম শাওনের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমার জেঠা মারা গেছেন। পারিবারিকভাবে আমরা এখন শোকাহত। তবে, তিনি খোঁজ-খবর নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।’
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহামেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অটোরিকশা চুরির মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি মারুফ। তিনি হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কি-না সেটা আমি জানি না। বাদী মামলায় আসামি করেছে। আমরা এখন তদন্ত করে দেখছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা