স্ত্রীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে সাবেক স্বামীর মামলা
- জামালপুর প্রতিনিধি
- ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৫১
জামালপুরের মাদারগঞ্জে সাইবার নিরাপত্তা আইনে মামলা করায় সাবেক স্বামীকে হত্যা ও গুম করার হুমকি দিয়েছে বেলিনা আক্তার (৩০) এক নারী।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাবেক স্বামী খালিদ হাসান।
মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন খালিদ হাসান।
খালিদ হাসান উপজেলার বালিজুড়ী পূর্বপাড়া গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে এবং অভিযুক্ত বেলিনা মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামের বেলাল হোসেনের মেয়ে বলে জানা গেছে ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খালিদ হাসান জানান, ‘প্রেমের সম্পর্কে ২০২১ সালের ২৮ আগস্ট বেলিনার সাথে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে বিভিন্ন সময় শারীরিক মেলামেশার সময় অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও গোপনে ধারণ করে রাখতো বেলিনা। একপর্যায়ে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে কয়েক লাখ টাকাসহ স্বর্ণের গহনা হাতিয়ে নেয় সে। এরপর আবার টাকা চাইলে আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করি। এতে বেলিনা আমার অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।’
তিনি আরো জানান,‘এরপর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আমাদের মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনা (তালাক) দেয় বেলিনা। তালাকের পর ফোন করে আবারো কিছু নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। এরপর আমি ময়মনসিংহে সাইবার ট্রাইবুন্যাল আদালতে বেলিনা ও তার মা, বাবাকে আসামি করে একটি মামলা দায়ের করি। মামলা তুলে নিতে ফোন করে ও বিভিন্ন লোক দিয়ে নানা ভাবে হুমকি দিচ্ছে বেলিনা।’
খালিদ আরো বলেন,‘আমি ছিলাম বেলিনার দ্বিতীয় স্বামী। আমাকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে প্রায় নগদ ১০ লাখ টাকার মতো হাতিয়ে নিয়েছে। এছাড়া তার বাবার বাড়িতে আমি ঘর, ঘরের আসবাবপত্র করে দিয়েছি। এরপর যখন বেলিনা আরো টাকা চাইছে। তখন আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে বেলিনা আমাকে হত্যার হুমকি দিয়ে আরো টাকা চাই। এখন মামলার পর সে ও তার চক্রের সদস্যরা এমনভাবে হুমকি দিচ্ছে যে আমি বাড়ি থেকে বের হওয়ার সাহস পাচ্ছি না।’
বিষয়ে আমি মাদারগঞ্জ মডেল থানায় একটি জিডি করেছি।
তবে অভিযোগের বিষয়ে জানতে বেলিনার সাথে কথা বলতে মঙ্গলবার দুপুরে কয়েকবার তার মোবাইলেফোন দেয়া হলেও তিনি মোবাইলফোনটি রিসিভ করেননি।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা