জামালপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৪
- খাদেমুল বাবুল, জামালপুর
- ১৩ এপ্রিল ২০২৪, ১৮:২২
জামালপুরের ইসলামপুরে প্রীতি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাড়িঘর-দোকানপাট ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় রোববার (১৩ এপ্রিল) উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। এতে অর্ধশতাধিক লোককে আসামি করা হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার পার্থশী ইউনিয়নের শশারীয়াবাড়ী সরকারি প্রাথমিকবিদ্যালয় মাঠে শশারীয়াবাড়ী খানপাড়া বনাম শশারীয়াবাড়ী শেখ পাড়ার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
খেলা শেষে সন্ধ্যার দিকে জয়পরাজয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষটি একসময় ছড়িয়ে পড়ে দুই গ্রামবাসীর মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে দোকানপাট ঘরবাড়ি ভাংচুরসহ সংঘর্ষে আহত হন অন্তত ১৪ জন। আহতদের দেওয়ানগঞ্জ, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শনিবার সকালে ইসলামপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় কাজী আবু সুফিয়ান শেখ পাড়া গ্রামের ১৭ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করেছেন।
অপর দিকে কনিকা বেগম খান পাড়ার ১৩ জনের নাম উল্লেখ করে আরো ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার জানান, ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা